মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

মার্চে চালু হতে পারে ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ: রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

মার্চে চালু হতে পারে ঢাকা-ভাঙ্গা রেলযোগাযোগ: রেলমন্ত্রী
ছবি: ঢাকা মেইল

পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ চালু করার নতুন লক্ষ্যমাত্রা  হিসেবে আগামী বছরের মার্চ মাসকে নির্ধারণ করা হয়েছে। যদি কোনো কারণে তারা লক্ষ্য অর্জনে ব্যর্থ হন, তবে ২০২৩ সালের জুনের মধ্যে এটি চালু হবে বলেন জানান বাংলাদেশ রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (১৫ মে) দুপুরে রেলমন্ত্রী শিবচরের বাংলাবাজার ঘাটে নেমে পদ্মা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করার সময় মন্ত্রী এ সব কথা জানান।


বিজ্ঞাপন


দুপুরে বাংলাবাজার ঘাটের নামার পর মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা। 

পরে মন্ত্রী পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ৩ এ উপস্থিত হন এবং যাত্রা বিরতি নেন। বিকেল তিনটার দিকে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ৮৭নং রেল সেতুর  এবং মাওয়া-ভাঙ্গা সেকশনের সাব ব্যালান্ট নির্মান কাজ পরিদর্শন করেন। পরে ফরিদপুরের ভাঙ্গা জংশনের রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ পরিদর্শন করতে শিবচর ত্যাগ করেন।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর