বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

আম কুড়াতে গিয়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১১:০১ এএম

শেয়ার করুন:

loading/img

ভোলার বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে জান্নাত বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে উপজেলার সাঁচড়া ইউনিয়নের রাম কেশব গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

তিনি জানান, শনিবার সকালে ওই গৃহবধূ বাগানে আম কুড়াতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ করে পাড়ের মাটি ভেঙে পুকুরে তলিয়ে যায়। জান্নাত ওই মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub