বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মো. শফি নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালে নগরীর বাংলাবাজার ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মো. শফি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে এফভি মায়া-৩ নামে একটি ফিশিং ট্রলার থেকে নৌকায় মাছ নামাচ্ছিলেন শফি। পরে অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি।

তিনি বলেন, সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর