মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৮:১৭ এএম

শেয়ার করুন:

ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে সাপের কামড়ে রিপন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রিপন মিয়া পয়লা ইউনিয়নের চরবাইলজুরী গ্রামের জলিল মিয়ার ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ধানক্ষেতে পানি দিতে যান। পরে ক্ষেতের ভেতরে ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। পরে স্থানীয় ওঝা দিয়ে বিষ নামানোর চেষ্টা করা হয়।

চেয়ারম্যান আরও বলেন, ওঝার কাছে বিষ নামাতে গিয়ে রিপনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিপনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর