মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে তিন যুবককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ০৪:২৩ এএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ যুবককে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে। উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রামে শুক্রবার (১৭ মে) রাতে এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন, ফয়সাল আহম্মেদ রাজু (২৮), আরিফ (৩০) ও ফাহিম আকন (২৮)। আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আরিফের অবস্থা আশঙ্কাজনক বলে বাকেরগঞ্জ হাসপাতাল সূত্রে জানা গেছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

হারিছকে ঠেকাতে মনিরকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মেরী

আহত ফাহিম আকন বলেন, সন্ধ্যায় আমরা বালিগ্রাম স্কুল মাঠে গেলে বালিগ্রামের লুৎফর মোল্লা, তার ছেলে সাজ্জাদ, তার ভাই নিজাম, ভাইয়ের ছেলে সিহাব ও একই এলাকার হৃদয়, উজ্জ্বলসহ কয়েকজন আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। 

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোস্তফা জানান, বালিগ্রামে একটি মারামারির ঘটনা শুনে ওখানে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর