বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

রাঙ্গামাটিতে বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ অবমুক্ত

জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি 
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১১:০২ পিএম

শেয়ার করুন:

রাঙ্গামাটিতে বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ অবমুক্ত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ (লজ্জাবতি বানর) অবমুক্ত করেছে বন বিভাগ। 

শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে লজ্জাবতি বানরটি অবমুক্ত করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অভয়নগরে কালোমুখো হনুমানের কামড়ে স্কুলছাত্র আহত

এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার, রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা ওমর ফারুক চৌধুরী ও সেনাবাহিনী লংগদু জোনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, ‘লংগদু উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা একটি ভিন্ন প্রজাতির লজ্জাবতি বানর কাচালং সংরক্ষিত বনের আওতাধীন রাঙ্গিপাড়া সংরক্ষিত বনে শুক্রবার রাতে অবমুক্ত করা হয়েছে। ‘বেঙ্গল স্লো লরিস’ নামক বিপন্ন প্রজাতির এই বানর দিনে বেলায় চোখে দেখতে পারে না। যে কারণে রাতের বেলায় অবমুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এটিকে লংগদুর গাঁথাছড়া এলাকার লোকালয় থেকে উদ্ধার করা হয়।’

আরও পড়ুন: দেখা মিলল ৫ ফুট দৈর্ঘ্যের বিষধর রাসেলস ভাইপার, পিটিয়ে হত্যা 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে রাঙ্গামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকার লোকালয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি দেখতে পান স্থানীয়রা। পরে সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা বানরটি উদ্ধার করে নিয়ে আসে। 

প্রতিনিধি/এমইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর