বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ছেলে-বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আকতারকে (৯) ধর্ষণ শেষে হত্যার ঘটনায় প্রধান আসামি তাওহীদসহ তার বাবা সুলতানকে গ্রেফতার র‌্যাব ৮।

মঙ্গলবার (১৪ মে) ফরিদপুর জেলার চুনাঘাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে র‌্যাব। এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ৮ এর মিডিয়া অফিসার এএসপি ফয়জুল ইসলাম।


বিজ্ঞাপন


thumbnail_FB_IMG_1715691027998

ভুক্তভোগী ওই শিশুকে আসামিরা উজিরপুরের পৌরসভার হাসপাতাল রোডের নিজ বাড়িতে বেড়াতে নিয়ে ৩ মে বেলা ১১টার দিকে বসতঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ৮ মে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলা তাকে গ্রেফতার দেখিয়ে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- তাওহীদ হাওলাদার (৩০) ও তার (তাওহীদ) সুলতান হাওলাদার (৫০)। তারা ভুক্তভোগী শিশুর আত্মীয়।

আরও পড়ুন

স্বামী নাইট ডিউটিতে থাকার সুযোগে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা নিজ বাড়িতে ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে। এ সময় অপরাধ ঢাকতে বসতঘরের দালানে সিড়িঁর ওপর কাঠের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এরপর আসামিরা ঘটনাটি ধামাচাপা দিতে শিশু তামান্না আত্মহত্যা করেছে বলে তার পরিবারকে ফোন করে জানায়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub