সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারে এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪ মে ২০২৪, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

মৌলভীবাজারে এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার অভিযোগ উঠেছে মৌলভীবাজার-৩ আসনের এমপি জিল্লুর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা বলেন রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রওনক আহমেদ অপু।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে রওনক আহমেদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি'র ২২ ধারা অনুযায়ী সংসদ সদস্য নির্বাচন পূর্ব প্রচারনায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমাদের সংসদীয় আসনের (মৌলভীবাজার-৩) এমপি মো. জিল্লুর রহমান আমার প্রতিদ্বন্দ্বীপ্রার্থী শাহজাহান খানের পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন।

এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে এমপি রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে বক্তব্যে শাহজাহান খানের পক্ষে এবং আমার বিপক্ষে কথা বলেন। এইরূপ পক্ষপাতিত্বমূলক বক্তব্যের মধ্য দিয়ে তিনি নির্বাচন আচরনবিধি লংঘন করেই চলেছেন। তিনি আমাদের সকলের কাছে একজন সম্মানীয় ব্যক্তি। 

তিনি যখন কোন ব্যক্তিবিশেষের পক্ষে প্রচারণা চালান তখন তা সাধারণ জনসাধারণের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং উনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। এমপির এ প্রচারণায় ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। আমার কর্মী সমর্থকরা এবং রাজনগর উপজেলার সাধারণ মানুষ ভোটের সুষ্ঠ পরিবেশ নিয়ে উদ্বিগ্ন।

আরও পড়ুন


বিজ্ঞাপন


তিনি জানান, একজন এমপি যখন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা চালান তখন নির্বাচনের জন্য প্রস্তুত মাঠ আর সমতল থাকে না। আমি এবং আমার সমর্থক ও সম্মানিত ভোটাররা শঙ্কিত এই ভেবে যে, নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না।

রওনক আহমেদ আরও বলেন, বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী জানিয়েছেন, অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আগামী ২১মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রওনক আহমেদ অপু (মোটর সাইকেল প্রতীক), শাহজাহান খান, (কাপ পিরিচ প্রতীক) এবং মাওলানা আহমদ বিলাল (আনারস প্রতীক)।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর