সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিরোজপুরে আগুনে পুড়ল ৩টি বসতঘর

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

আগুনে পুড়ল ৩টি বসতঘর

পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়ার বড়পোল নামক এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘর মালিকদের।

সোমবার (১৩ মে) দুপুর ১২টার দিকে বড়পোল নামক এলাকার জামালের বসতঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে কৃষকের ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ভস্মীভূত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জামালের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন প্রতিবেশী কামাল ও পলাশের ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের দাবি, আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: লালমনিরহাটে স্কুলে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই


বিজ্ঞাপন


পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে আগুন নিভাতে কাজ শুরু করেন। আগুন নেভানোর আগেই তিনটি বসতঘরসহ দু’টি রান্নাঘর পুড়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পরে জানানো যাবে বলে জানান তিনি।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর