রংপুরে একটি নির্মাণাধীন ভবনের ৬তলা থেকে পড়ে আনারুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ মে) সকালে নগরীর ২১নং ওয়ার্ডের করনজাই রোড নিউ সেনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। মৃত আনারুল ইসলাম নগরীর নজিরেরহাট চন্দনপাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিজ্ঞাপন
নির্মাণাধীন ভবনে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন এবং বালুর বস্তা ওঠানামা করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু।
নির্মাণ শ্রমিক নাসির ও রুবেল বলেন, আমরা ওই ভবনে কয়েকদিন ধরে কাজ করছি। অন্যদিনের মতো আজকেও কাজ করছিলাম। ওপর থেকে পরে যাওয়ার একটা বিকট শব্দ শুনতে পেয়ে নিচে নেমে দেখি আনারুল পড়ে আছে।
পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় ভবন মালিকদের কেউই উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। ভবনটি স্থানীয় কয়েকজনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে এবং শ্রমিকের নিরাপত্তার ঘাটছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনার কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু। তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার (তদন্ত) কর্মকর্তা শাহ্ আলম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত যা ব্যবস্থা হয় তা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে