বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

আসামির দায়ের কোপে পুলিশের কব্জি বিচ্ছিন্ন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এর মধ্যে হামলায় একজনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন— কনস্টেবল মো. জনি খান (২৬) ও মো. শাহাদাত হোসেন (২৪)। এদের মধ্যে জনির বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এএসপি শিবলী নোমান জানান, সকালে পরোয়ানাভুক্ত আসামি ধরতে লোহাগাড়া থানার এক টিম ঘটনাস্থলে যায়। এসময় আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে কনস্টেবল জনির বাম হাতে দা দিয়ে কোপ দেয়। কোপে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


আরকে/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub