বরিশালের গৌরনদী উপজেলার ৮ জন ও আগৈলঝাড়া উপজেলার ১১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) দুপুরে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
বিজ্ঞাপন
এসময় গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আরেক উপজেলা আগৈলঝাড়ায় চেয়ারম্যান পদে ২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীকে প্রতীক দেন রিটার্নিং কর্মকর্তা। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে এ দুই উপজেলায় নির্বাচন হবে ২৯ মে।
বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মনির হোসেন কাপপিরিজ প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হারিছুর রহমান মোটরসাইকেল এবং সৈয়দা মনিরুন নাহার মেরী পেয়েছেন আনারস প্রতীক।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামাল গোমস্তা মাইক ও ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে আইরিন আক্তার কলস প্রতীক পেয়েছেন। অন্য দুই প্রার্থী শিপ্রা রানী বিশ্বাস ফুটবল ও সাহিদা আক্তার হাঁস প্রতীক পেয়েছে।
গৌরনদী উপজেলায় ৭ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি।
বিজ্ঞাপন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদের দুই প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত আনারস ও যতীন্দ্রনাথ মিস্ত্রী দোয়াত কলম প্রতীক পেয়েছেন ।
৫ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জসিম উদ্দিন সরদার মাইক, রফিকুল ইসলাম তালুকদার উড়োজাহাজ, শাহাবুদ্দিন মোল্লা তালা, সবুজ আকন টিউবওয়েল, সঞ্জয় বাড়ৈ চশমা প্রতীক পেয়েছেন।
৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে পবিত্র রানী রায় পেয়েছেন কলস। প্রতিদ্বন্দ্বী প্রাথী মনিকা বাড়ৈ সঞ্চিতা হাঁস, মলিনা রানী রায় প্রজাপতি, হাফিজা ইয়াসমিন ফুটবল প্রতীক পেয়েছে।
আগৈলঝাড়া উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৬৫৮ জন আর নারী ভোটার ৬৬ হাজার ৪৭৫ জন। মোট ভোট কেন্দ্র ৬০টি।
এবার ৮ মে প্রথম ধাপে ভোট হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে ২১ মে, তৃতীয় ধাপে ২৯ মে ও চতুর্থ ধাপে ৫ জুন উপজেলার ভোট হবে।
প্রতিনিধি/এজে