বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

দাওয়াত দিয়ে ইমামকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১০:০৯ এএম

শেয়ার করুন:

loading/img

যশোরের ঝিকরগাছায় দাওয়াতে নেওয়ার কথা বলে মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মে) রাত ১০টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গুরুতর আহত ইমামের নাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন। তিনি ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব।

আটক রুবেল হোসেন ঝিকরগাছা কীর্তিপুর গ্রামের বাসিন্দা ও তরকারি ব্যবসায়ী।

আরও পড়ুন

মাদক কারবারি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩

আহতের স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় হাফেজ আব্দুল্লাহ ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে বাচ্চাদের আরবি পড়াচ্ছিলেন। সে সময় রুবেল নামে এক যুবক এসে তাকে দাওয়াতের কথা বলে মনিরামপুর নিয়ে যায়। রাতে রাকিব নামের এক ছেলে মসজিদের ইমামের মোবাইলে কল দিলে তার চিৎকার শুনতে পান। পরে জানতে পারে তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ জামতলা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় ইমামকে উদ্ধার করে। পরে আহত ইমামকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন


আহত ইমামের প্রতিবেশী মিলন হোসেন বলেন, রুবেল দাওয়াতের কথা বলে তাকে মনিরামপুর নিয়ে গিয়েছিল। পথিমধ্যে ফাঁকা জায়গায় ইমামকে রেখে কোথাও চলে যায়। সেখানেই অতর্কিত কয়েকজন তার ওপর হামলা চালায়।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, দাওয়াতে নেওয়ার কথা বলে মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub