সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

নদীর তীরে পুঁতে রাখা হয় শিশুকে, গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ১২ মে ২০২৪, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

নদীর তীরে পুঁতে রাখা হয় শিশুকে, গ্রেফতার ৫

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে বালুতে পুঁতে সাকিবুল ইসলাম নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।

এ ঘটনার ২৩ দিন পর পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (১১ মে) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মোদেরগাঁও গ্রামের আব্দুল লতিফ, তার স্ত্রী ফিরোজা খাতুন ও তার ছেলে মোশাররফ হোসেন খোকা, একই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম ও আব্দুল লতিফের ছেলে মোশাহিদ আহমেদ।

শিশু সাকিবুল ইসলাম একই গ্রামের হারুন মিয়ার ছেলে। সে স্থানীয় কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

তাহিরপুর থানার ওসি মোহাম্মাদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, বুধবার (১৭ এপ্রিল) শিশু সাকিবুল তার মাকে স্কুলে যাবে না বলে বাড়ি থেকে বের হয়। রাত পর্যন্ত সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির করে। পরের দিন বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে জানতে পারেন যাদুকাটা নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে সাকিবুলকে। খবর পেয়ে শিশুর পরিবার ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

ওসি মোহাম্মাদ নাজিম উদ্দিন বলেন, গত ১৮ এপ্রিল শিশুটির গ্রামের পাশের জাদুকাটা নদীর তীরে বালুচাপা অবস্থায় তার লাশ পাওয়া যায়। এর দু’দিন পর হারুন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। শিশু সাকিবুলের হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর