শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

মনোহরদীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মে) সকালে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী শাখার উদ্যোগে মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


পিএফজি’র পিস আ্যম্বাসেডর এবং মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এস ইকবাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান। বিশেষ অতিথি ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুর কাশেম।

পিএফজি’র কো-অর্ডিনেটর এবং দৈনিক গ্রামীণ দর্পণের সম্পাদক কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- মনোহরদী প্রেসক্লাবের সভাপতি নাজমুল সাখাওয়াত বাবু, বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুলতান উদ্দীন, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বারাকাত রবিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী বাবু প্রিয়াশীষ রায়,মাসুদুর রহমান।

আরও পড়ুন

‘কথা সোজা, আমাদের প্রার্থীকে ভোট দিলে কেন্দ্রে আসবেন’

ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদপ্রার্থীদের মাঝে বক্তব্য দেন- আক্দুল কাদির মৃধা, তৌহিদ সরকার, আব্দুল্লাহ আল মামুন,দেলোয়ার হোসেন পাভেল,সৈয়দ মাহমুদুর হাসান লিটু। ভাইস চেয়ারম্যান (মহিলা)পদপ্রার্থীদের মাঝ বক্তব্য দেন- আফরোজা সুলতানা রুবী, শাহানাজ পারভনি এবং বেদেনা আক্তার।


বিজ্ঞাপন


সভায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও পিএফজির নেতারা, সাংবাদিক এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর