বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে মৃত শ্রমিকের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ 
প্রকাশিত: ১০ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জে ১১৮ জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে ২৩ লাখ ৬০ হাজার বিতরণ করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১০ মে) সকালে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের হলরুমে এ নগদ অর্থ বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু।  

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বাসা মিনিবাস কোচ মালিক সমিতি সাধারণ সম্পাদক হাজী আতিকুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম সেখ প্রমুখ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন