শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফুলবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরে ঔষুধ বহনকারী পিক-আপ ভ্যানের ধাক্কায় চার্জা ভ্যানের যাত্রী সামসুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) সকালে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহসড়কের বারোকোনা মোড়ে এ দুর্ঘটনা হয়।


বিজ্ঞাপন


নিহত সামসুল হক (৭০) পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের মৃত মজিবর রহমানের পুত্র। তিনি পেশায় একজন জেলে।

দুর্ঘটনায় ভ্যান চালকসহ অপর দুই যাত্রী গুরুত্বর আহত হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা ঔষধ বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিরামপুর অভিমুখে যাওয়া চার্জার ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যান থাকা এক যাত্রী নিহত হয়। নিহত ব্যক্তির সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন