মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৌলভীবাজারের তিনটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০৩:২৩ এএম

শেয়ার করুন:

মৌলভীবাজারের তিনটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) রাতে বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


বিজ্ঞাপন


জেলার কুলাউড়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজ মাওলানা ফজলুল হক খান সাহেদ দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৮৫২ ভোট।

জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কিশোর রায় চৌধুরী মনি। কাপ-পিরিচ প্রতীকে নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১৮৮ ভোট।

আরও পড়ুন

কুমিল্লা ৩  উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা


বিজ্ঞাপন


বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন আজির উদ্দিন। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩২ হাজার ৯১৬ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক বনমন্ত্রীর আপন ভাগ্নে সোয়েব আহমদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ বলেন, মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর