সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান জুয়েল

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৯ মে ২০২৪, ০১:০০ এএম

শেয়ার করুন:

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান জুয়েল

৬ষ্ঠ উপজেলা চেয়ারম্যান পরিষদের প্রথম দফার নির্বাচনে শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের জাহিদুল হক জুয়েল। ২৫হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।


বিজ্ঞাপন


এর আগে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও ভোটার উপস্থিতি ছিলো খুব কম।

এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৪৩৯। ভোট কেন্দ্র ছিলো ৮৬টি।

আরও পড়ুন

বরিশাল সদর উপজেলায় নির্বাচিত হলেন যারা

 


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর