সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ওবায়েদ মিয়া (৪৫) নামে এক যুবকের।
শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া (শিমুলতলা) গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ওবায়েদ মিয়া ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানায়, শনিবার দুপুরে ঘরের ছাদের উপরে যত্রতত্র ফেলে রাখা রডসহ বিভিন্ন নির্মাণসামগ্রী যথাস্থানে সারিবদ্ধ করছিলেন ওবায়েদ মিয়া। এসময় হঠাৎ অসাবধানতাবশত বাড়ির উপর দিয়ে প্রবাহিত বিদ্যুতের মেইন তারে রড লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । তাৎক্ষণিক স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইচই