মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলায় ১০৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img

প্রথম ধাপে আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নানা কারণে দুই উপজেলার ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশ। ফলে এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়তি নজর রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণে বেশ কয়েকটি দিক বিবেচনায় আনা হয়। তার মধ্যে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়া অন্যতম। এছাড়া নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে সরাইল ও নাসিরনগরের ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।


বিজ্ঞাপন


ভোটকেন্দ্রে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত সংখ্যক পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং টিমের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া নির্বাহী ম্যজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন নির্বাচনে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সবগুলো ভোটকেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এরমধ্যে যেসব কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- সেগুলোতে বাড়তি নজরদারি থাকবে। এক্ষেত্রে পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং টিমকে কেন্দ্রগুলোর কাছাকাছি রাখা হবে।

এর আগে, মঙ্গলবার (০৭ মে) সকালে কড়া নিরাপত্তা দিয়ে সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হয়।


বিজ্ঞাপন


উল্লেখ্য, সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দুই উপজেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৯৩০ জন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন