মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলায় পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলায় পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম

আগামীকাল বুধবার (৮ মে) প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ২ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে নাসিরনগর ও সরাইল উপজেলায় ১৭৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরাঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরাঞ্জাম পৌঁছে দেওয়া হয়।


বিজ্ঞাপন


 

জেলা নির্বাচন অফিসার ও রিটারনিং কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, ৬ প্লাটুন বিজিবিসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, দুই উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর