মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় বিয়ের গাড়িতে হামলা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ১০:০৮ এএম

শেয়ার করুন:

loading/img

কুষ্টিয়ার কুমারখালীতে বউ ও বরযাত্রীবাহী প্রাইভেট কার ও মাইক্রোবাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বেশ কয়েকজন বখাটে।

এ ঘটনায় তাদের বহনকারী গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আতঙ্কিত হয়ে পড়েন বউ ও বরযাত্রীরা।


বিজ্ঞাপন


সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

হামলার শিকার বরযাত্রীরা জানান, বিকেলে কুমারখালীর জিলাপীতলা এলাকা থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী এলাকায় যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই বউ বহনকারী প্রাইভেট কারের সামনে এসে দাঁড়িয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে বখাটেরা। পরে পেছনে থাকা বরযাত্রী বহনকারী মাইক্রোবাসেও হামলা চালানো হয়।

এ ঘটনা তাৎক্ষণিকভাবে কুমারখালী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ৪ জনকে আটক করে। তবে এ ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


তবে বরযাত্রী বহনকারী গাড়িচালক রাশেদ ও রফিকুল জানান, সেতুর ওপর দিয়ে তাদের গাড়ি বেশ ধীরেই চলছিল। সেতুর ঠিক মাঝখানে পৌঁছাতেই ১০ থেকে ১২ জন বখাটে তাদের পথরোধ করে। এরপরই শুরু করে হামলা-ভাঙচুর। এ সময় চাঁদাও দাবি করা হয়।

আরও পড়ুন

অবশেষে শাকিবের বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস 

ঘটনাস্থলে আসা কুমারখালী থানার এসআই রিপন আলী জানান, ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে পূর্বের কোনো বিরোধে এমন কিছু ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর