মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ০৯:০৭ এএম

শেয়ার করুন:

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে বজ্রপাতে হাফেজ আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) রাত পৌনে ৮টার সময় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।


বিজ্ঞাপন


আব্দুল্লাহর শিক্ষক এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মো. ফয়জুল্লাহ বিষয়টি জানিয়েছেন।

 

আব্দুল্লাহ ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানান, আব্দুল্লাহ মাছ ধরার জন্য সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের বিলে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এরশাদ উল উলুম মাদরাসার পরিচালক হাফেজ মো. ফয়জুল্লাহ জানান, হাফেজ আব্দুল্লাহ তার মাদরাসা থেকেই চলতি বছরের জানুয়ারি মাসে কোরআনে হাফেজ হয়েছিল। তার মৃত্যুতে মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর