নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় মো. বাদল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৬ মে) সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. বাদল হোসেন সিংড়া উপজেলার গোডাউন ঘাট এলাকার গোলে হোসেনের ছেলে। তিনি মাটিবাহী ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে মশিন্দা ইউনিয়নের শিকারপুর এলাকার বিলে পুকুর খননের মাটি একটি ইটভাটায় নেওয়া হচ্ছিলে। সোমবার সন্ধ্যায় ট্রাক্টরে মাটিবোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা মাটিবাহী অপর একটি ট্রাক্টর ধাক্কা দিলে ছিটকে পড়েন বাদল। এসময় ওই ট্রাক্টরটি চালক বাদলকে পৃষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ওসি মো. উজ্জল হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
প্রতিনিধি/টিবি

