প্রায় এক মাসের টানা তাপপ্রবাহের পর বরিশলে স্বস্তির বৃষ্টি হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ১৭.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দুপুরের পর থেকেই মেঘের গর্জন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে নেমে আসে কাক্সিক্ষত বৃষ্টির দেখা পেয়েছেন বরিশালবাসী। টানা তাপদাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে। গত এক মাসে বরিশালের তাপমাত্রা ৩৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে।
বিজ্ঞাপন
রিক্সাচালক আবদুল মজিদ জানান, এক মাস বৃষ্টি নেই। এর মধ্যে প্রচণ্ড গরমে মরি মরি অবস্থা। এখন বৃষ্টি হওয়ায় বেশ স্বস্তিতে আছি।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রবণ কুমার রায় বলেন, বৃষ্টির সময় বাতাসের গতিবেগ ছিলো ৩৫-৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
এ বৃষ্টিপাত ৪-৫ দিন থাকতে পারে। তারপর তাপমাত্রা কিছুটা বেড়ে ১৫-২০ তারিখের দিকে নিম্নচাপ হতে পারে। মে মাস জুড়ে বেশ তাপমাত্রা থাকলেও তা তীব্র হবে না। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবহাওয়া উতপ্ত হতে পারে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

