বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ফিলিস্তিনি পতাকা উত্তেলন করেছে শাখা ছাত্রলীগের শতশত নেতাকর্মী।
সোমবার (৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে পথযাত্রা ও সমাবেশ শেষ হয়।
বিজ্ঞাপন
জনসভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের। এ সময় তারা ফিলিস্তিনের মানুষের মুক্তিকামনা ও গণহত্যা বন্ধের আহ্বান করেন। পথযাত্রায় অংশ নেওয়া হেলাল মিয়া নামের এক শিক্ষার্থী বলেন, স্বাধীনতা অর্জনের পূর্বে বাংলাদেশ ছিল দ্বিতীয় ফিলিস্তিন, বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, পেয়েছে মুক্তির সাধ। কিন্তু ফিলিস্তিন আজও স্বাধীন হয়নি আমি চাই ফিলিস্তিন স্বাধীন হউক, গণহত্যা বন্ধ হউক।
এ সময় বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত ফিলিস্তিনের পক্ষেই ছিলেন, সকল নাগরিকের অধিকার আদায়ের যে দাবি এবং চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে আমরা ফিলিস্তিন রাষ্ট্রের পতাকা উত্তোলন, পথযাত্রা ও ছাত্র সমাবেশের আয়োজন করেছি। এই পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা ফিলিস্তিনি মানুষের প্রতি শান্তি কামনা করতেছি এবং নির্মম হত্যাকাণ্ড বন্ধ চাই, এই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বশান্তির বার্তা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। ফিলিস্তিনের মানুষের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে তা বন্ধ চাই। আমাদের এই কর্মসূচি নিছক কোনো কর্মসূচি নয়। আমরা সারা বিশ্বে যেন শান্তির বার্তা পৌঁছে দিতে পারি। এবং বিশ্বের সকল নির্যাতিত মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা যেন বজায় থাকে এই বার্তায় রইলো।
বিজ্ঞাপন
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহাফুজ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি যে বর্বরতা ও নির্যাতন চলছে তার প্রতিবাদ স্বরুপ সারা বিশ্বের ছাত্রসমাজ যখন একাত্মা ঘোষণা করেছে, সংগ্রাম আন্দোলন করতেছে আমরা সেই আন্দোলনের সংহতি জানিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছি।
প্রতিনিধি/এসএস