রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করবেন আবৃত্তি ও বাচিক শিল্পী শোয়াইব আহমদ। এ সময় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিলন দেব।
বুধবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সঙ্গীতালয় – একাডেমি অব ফাইন আর্টস আয়োজিত ‘গানে কবিতায় রবিন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কবিতা পাঠ করবেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন— মীর বরকত, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সানোয়ার জাহান ভূঁইয়া, সাংস্কৃতিক যোদ্ধা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব রেহানা পারভীন, বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ খন্দকার খায়রুজ্জামান কাইয়ূম, সদেব চন্দ্র ঘোষ প্রমুখ।

উল্লেখ্য, আবৃত্তি ও বাচিক শিল্পী শোয়াইব আহমদ একজন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও উপস্থাপক। গ্রীন টেলিভিশন ও দুরন্ত টেলিভিশনের তালিকাভুক্ত ভয়েস আর্টিস্ট। বর্তমানে তিনি সঙ্গীতালয়– একাডেমি অব ফাইন আর্টস এবং বাংলাদেশ শিশু একাডেমিতে আবৃত্তি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর বাইরে ৯৬.৪ স্পাইস এফ এমে রেডিও জকি হিসেবে কাজ করছেন। শোয়াইব আহমদ আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করছেন, আবৃত্তি বাংলার প্রচার সম্পাদক হিসেবেও।
বিজ্ঞাপন
শোয়াইব আহমদ ভয়েস আর্টিস্ট হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। বিভিন্ন টিভি চ্যানেলে এবং ওটিটিতে প্রচারিত বাংলায় ভাষান্তরিত বিদেশি ধারাবাহিকে কণ্ঠ দিয়ে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য কাজ গুলোর মধ্যে রয়েছে কার্টুন সিরিজ হাইডি, নিনজা টারটেলস, মুভি ল্যাবরিন্থ, বিটোভেন ফিফথ, প্রমুখ। এছাড়া মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ১৯৭১ সেই সব দিন এ কণ্ঠ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা মুজিব- একটি জাতির রুপকার এ কণ্ঠ প্রদান।
টিবি