শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ০৬:৪১ এএম

শেয়ার করুন:

প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ

মানিকগঞ্জে প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী নবম শ্রেণির ছাত্রী। এ সময় প্রেমিককে আটকে রাখে ধর্ষণকারীর সহযোগীরা।

শনিবার (৪ মে) দিবাগত রাতে পৌর এলাকার সুরুন্ডী গ্রামে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে রোববার সকালে সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত সাব্বির ও তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে।

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী শনিবার বিকেলে তার প্রেমিকের সঙ্গে বেউথা ব্রিজ এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সুজাঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে কয়েকজন সহযোগীকে নিয়ে বোয়ালিয়া গ্রামের সাব্বির তাদের পথরোধ করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ওই স্কুলছাত্রীকে প্রেমিকের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে শহরের জরিনা কলেজ মোড়ের পাশের একটি শসা খেতে নিয়ে ধর্ষণ করে।

এ সময় তার সহযোগী একই এলাকার সুরুন্ডী গ্রামের জোসন মিয়ার ছেলে জাহিদ মিয়া, নয়াকান্দি এলাকার মামুন ইসলামের ছেলে মহিউদ্দিন ইসলাম স্কুলছাত্রীর প্রেমিকাকে আটকে রাখে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে ওই ছাত্রী, প্রেমিক ও অভিযুক্ত সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেন।

সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর নানী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। ধর্ষণের শিকার মেয়েটির ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। গ্রেফতার আসামি সাবিবর ও মহিউদ্দিনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর