বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে তার মা ও স্বজনরা চলে গেছেন। শিশুটিকে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবা কেন্দ্রে শনিবার ভোরে ওই মেয়ে শিশুটিকে ভর্তি করা হয়। এরপর থেকে রোববার (৫ এপ্রিল) পর্যন্ত তার স্বজনদের কোনো সন্ধান মিলছে না বলে জানিয়েছেন হাসপাতালের সেবিকা ইনচার্জ জয়নব বিবি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাইবান্ধায় শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবি এনসিটিএফের
তিনি বলেন, শনিবার দিনগত রাতে কোনো এক ক্লিনিকে শিশুটির জন্ম হয়। ৬০০ গ্রাম ওজনের এ মেয়ে শিশুকে ভোরে এ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শনিবার সকালের পর থেকে কাউকে পাওয়া যায়নি। ভর্তির সময় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করা হয়। তারা আসার কথা বললেও রোববার বেলা ১টা পর্যন্ত কেউ আসেননি। এখন ওই নম্বরে কল করা হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করে না।
ভর্তির সময় শিশুটির মায়ের নাম চম্পা উল্লেখ করা হয়। ঠিকানা দেওয়া হয় ঝালকাঠির নলছিটি উপজেলার। বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো না। হাসপাতাল থেকেই তার চিকিৎসার ব্যয় নির্বাহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
শেবাচিমের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, খবরটি শুনেছি। শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ

