সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

রামগড়ে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

রামগড়ে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

খাগড়াছড়ির রামগড়ে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে দু’টি গরুসহ গনজ মারমা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ মে) ভোর ৫টার উপজেলার ১ নম্বর ইউনিয়নের দুর্গম হাজাছড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ সময় দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।

বজ্রপাতে মৃত গনজ মারমা দুর্গম হাজাছড়া গ্রামের বাসিন্দা কংজ্র মারমার ছেলে।

এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি ও হাজাছড়া পাড়াসহ ৫টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ১৫ মিনিট স্থায়ী হওয়া এই ঝড়ে বাড়িঘর, আম, কলা, ফসল, বিদ্যুতের পিলার ও বিভিন্ন গাছ ভেঙে যায়। এতে এসব এলাকায় বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়।

হাজাছড়া পাড়া কার্বারী চাইলাপ্রু মারমা জানান, বজ্রপাতের সময় বাড়ির উঠানে বাঁধা গরু গোয়াল ঘরে আনতে গিয়ে গরুসহ তার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


রামগড় থানার ওসি দেব প্রিয় দাস বলেন, ব্রজপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর