মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুরে স্বস্তির বৃষ্টি 

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৪ মে ২০২৪, ১০:১০ পিএম

শেয়ার করুন:

জামালপুরে স্বস্তির বৃষ্টি 

প্রচণ্ড তাপপ্রবাহের পর জামালপুরের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। এতে করে আবহাওয়া কিছুটা শীতল হয়েছে বলে জানান স্থানীয়রা।

শনিবার (৪ মে) সন্ধ্যায় সেখানে বৃষ্টি শুরু হয়। 
 
প্রায় এক ঘণ্টার এ বৃষ্টিপাতের সময় ব্যাপক বাতাস ও বজ্রপাতের শব্দ পাওয়া গেছে। তবে কোথাও কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপমাত্রা

এ সময় অনেকেই বৃষ্টির পানিতে ভিজেন। জেলায় এই বৃষ্টির ফলে জনজীবনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বৃষ্টির পর অনেকেই স্বস্তির কথা লিখে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

আরও পড়ুন: পিরোজপুরে স্বস্তির বৃষ্টি


বিজ্ঞাপন


এ বিষয়ে রিকশাচালক আবুল মিয়া বলেন, গত কয়েক দিন ধরে তীব্র গরমের মধ্যে রিকশা চালাতে পারিনি। আজ বৃষ্টি হওয়ার পর কিছুটা গরম কমেছে। 

শহরের স্থায়ী বাসিন্দা রহিম খান বলেন, টিনের ঘরে থাকি। রোদের তাপে টিনের গরমে গা জ্বলে। আজকে ঠান্ডা হবে। শান্তিতে ঘুমাবো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর