শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া 
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের নিচে চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 

কুষ্টিয়ার মিরপুরে একটি অরক্ষিত রেলগেট এলাকায় খুলনাগামী মালবাহী ট্রেনের নিচে চাপা পড়ে সাইদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ মে) দুপুরের দিকে মিরপুর উপজেলার কাটদহর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে চাচা-ভাতিজি নিহত

নিহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান ছিলেন - মিরপুর থানার মাজিহাট ক্যাম্পের ইনচার্জ ও নড়াইল জেলার বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্ত নাথ বলেন, এস আই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে মিরপুর উপজেলা মাজিহাট পুলিশ ক্যাম্পে মোটরসাইকেলে করে ফেরার পথে কাটদহর রেলগেটে পৌঁছানো মাত্রই অপর দিকের খুলনাগামী মালবাহী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এ সময় বাইকসহ তিনি ট্রেনের নিচে চাপা পড়েন। তখন ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

পলাশ কান্তি নাথ আরও বলেন, রেলগেটটি অরক্ষিত থাকায় সেখানে মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর