বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৪, ০৪:০৬ এএম

শেয়ার করুন:

ফেনসিডিলসহ তিন মাদক কারবারি আটক

শেরপুরে ৪২৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় জামালপুর র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

এর আগে, দুপুর আড়াইটায় পৌর শহরের জেলখানা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার সাঘাটার থৈকড়ের এলাকার অস্ত্র গফুরের ছেলে আব্দুল আজিজ (৩৪), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের নিয়ামতপুর এলাকার মন্টু মিয়ার স্ত্রী রোকছানা খাতুন (৩৫) এবং শেরপুর জেলার নালিতাবাড়ীর বালুরচর এলাকার আব্দুল জলিলের মেয়ে শিশু জুলি (১৪)।

20240502_183559

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর পৌর শহরের জেলখানা মোড়ে অভিযান চালায়। এসময় ফেনসিডিল পাচার করে বিক্রয়ের উদ্দেশে গাড়িযোগে গাজীপুরে নিয়ে যাওয়ার সময় ৪২৬ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য পাচার করে স্বামী-স্ত্রী ও সন্তানের ভুয়া পরিচয় দিয়ে ফেনসিডিল বিক্রয়ের জন্য গাজীপুরের উদ্দেশে যাচ্ছিল তারা। জব্দ করা ফেনসিডিলের বাজার মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন দেশের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর