বরিশালের গৌরনদী উপজেলা পরিষদে নির্বাচনী বিরোধের জের ধরে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ কর্মী পলাশ এবং আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দিলুও আহত হন।
বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যার পর বাটাজোর বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়ার সাথে গণসংযোগে গেলে এ হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এ হামলায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমানের অনুসারীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে হারিছুর রহমান বলেন, আমি তো এই ঘটনার সাথেই জড়িত নই। পিকলু অন্য একটি ইউনিয়নের চেয়ারম্যান, সে সন্ধ্যায় বাটাজোর ইউনিয়নে এসে গোলাগুলি করে। এরপর স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। এখন আমাকে জড়িয়ে দোষ চাপানোর চেষ্টা করছে।
আহত পিকলুর স্ত্রী ও অন্যান্য আহতের স্বজনদের অভিযোগ, আহতরা ঘটনাস্থলে নির্বাচনী কাজে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা আরেক চেয়ারম্যান প্রার্থী সাবেক মেয়র হারিছুর রহমানের অনুসারীরা হামলার জন্য ঘিরে ধরে। এ হামলায় দিলু হাওলাদার, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ীসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিল। সেখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হারিছুর রহমান নিজে উপস্থিত হয়ে পিকলুর বুকে পা দিয়ে গুলি ধরে। হারিছের নির্দেশের পরপরই তার সন্ত্রাসী বাহিনী পিকলুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে অবরুদ্ধ করে রাখে।

আহতদের স্বজনদের অভিযোগ, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা মিলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও আহতদের অবরুদ্ধ করে রাখে হারিছের অনুসারীরা। এসময় হামলার খবর পেয়ে ইউপি চেয়ারম্যান পিকলুর ভাই সলিল গুহ পিন্টু, মা তাপসি রানী গুহ ও স্ত্রী বিপাসা গুহ হাসপাতালে তাকে দেখতে গেলে তাদের ওপরও হামলা চালায়। এসময় মোবাইল, টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়।
বিজ্ঞাপন
স্বজনরা অভিযোগ করে আরও বলেন, হারিছের অনুসারীরা আহতদের উন্নত চিকিৎসা ঠেকাতে চেষ্টা করে। পরে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি ও পুলিশ সদস্যরা হাসপাতালে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কোপাকুপির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি বলেন, কোপাকুপির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।
প্রতিনিধি/এমএইচএম

