শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে আহত, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেনকে (৬২) পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলায় পুলিশ আসলাম নামে একজনকে গ্রেফতার করেছে।

বুধবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলামের লোকজনের বিরুদ্ধে এ হামলা অভিযোগ উঠেছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলার সোনাপুর হাটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছিলেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরিফুল ইসলামের কর্মী ও ফাগুয়ারদিয়াড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা তাকে পেছন থেকে  এলোপাতাড়ি মারধর করে। এতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।


বিজ্ঞাপন


বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঢাকা মেইলকে বলেন, সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন প্রচারণায় গেলে অপর চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামের লোকজন তার ওপর হামলা চালায়। এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান সকালে ঢাকা মেইলকে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে যারা বিঘ্ন করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর