বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নাটোরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০২ মে ২০২৪, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মে) বিকেলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন। এর আগে দুপুরে নিহত মঞ্জুর বড় ভাই মাসুদ রানা ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।


বিজ্ঞাপন


নিহত মনজুরুল ইসলাম মঞ্জু বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন

নাটোরে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

লালপুর থানার ওসি নাছিম আহমেদ গ্রেফতারের বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, এ ঘটনার পরই জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করে। হত্যার ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার আসামিকে গ্রেফতার করেন। বাকি জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারি দোকানের সামনে বসেছিলেন মঞ্জু। এ সময় ২টি মোটরসাইকেলে ৪/৫ জন এসে মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ অবস্থায় মঞ্জুর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপপালপুর মুক্তার জেনারেল হাাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের ভাই ১৬ জনকে আসামি করে লালপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেন।


বিজ্ঞাপন


লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন মঞ্জু।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর