নাটোরের নলডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘন করে একাধিক নির্বাচনী অফিস করায় এস এম ফিরোজ উদ্দিন (আনারস প্রতীক) ও মো. তৌহিদুর রহমান লিটন (কাপ পিরিচ প্রতীক) দুই চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধিকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার হরিদাখলসী বাজারে অভিযান চালিয়ে দুই প্রার্থীর প্রতিনিধিকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক।
বিজ্ঞাপন
ইউএনও দেওয়ান আকরামুল হক জানান, একটি ইউনিয়নে একজন প্রার্থীর একটি মাত্র অফিস রাখার বিধান রয়েছে। সেখানে অভিযোগ পাওয়া যায় চেয়ারম্যান প্রার্থী এস এম ফিরোজ উদ্দিন (আনারস প্রতীক) ও তৌহিদুর রহমান লিটনের (কাপ পিরিচ প্রতীক) সমর্থক বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে একাধিক অফিস বানিয়ে প্রচারণা চালাচ্ছেন।
এ অভিযোগে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় তাদের প্রতিনিধিদের ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সামনে যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না হয়। সেজন্য দুই প্রার্থীর লোকজনকে সতর্ক করা হয়। এবং নির্বাচনী অফিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস