মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে চেয়ারম্যান প্রার্থী মিলনের সমর্থকের ওপর হামলা

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

নাটোরে চেয়ারম্যান প্রার্থী মিলনের সমর্থকের ওপর হামলা

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের নির্বাচনী ক্যাম্প করার সময় শাহীন আলম নামে তার এক সমর্থকের ওপর হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শহরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনের আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প করছিলেন তার সমর্থক শাহিন আলম। এসময় অপর চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুমের সমর্থক গোলাপসহ তার দুই সহযোগী শাহীন আলমের উপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। 

এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম জানান, ঘটনাটি তার জানা নেই। এ ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। যেহুত এটা নির্বাচনী আচরণবিধির বিষয়। আমরা এ বিষয়টি সঙ্গে সঙ্গে রিটানিং কর্মকর্তাকে জানিয়েছি। একটি ইউনিয়নে কয়টি নির্বাচনী ক্যাম্প থাকবে তা সুনিদিষ্ট করা প্রয়োজন। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর