মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে তাপপ্রবাহে নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তা সংস্কারের জন্য মাটি কাটার সময় হিট স্ট্রোকে লুতফা বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের সিংহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নারী ওই শ্রমিক হরিপুর উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ রাত ১০টার দিকে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, ওই মহিলা রাস্তার কাজ করার সময় অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে ঘটনাস্থলেই মারা যান, কিন্তু তাকে হাসপাতালেও নেওয়া হয়নি। খোঁজ নিয়ে বিষয়টি আমাকে নিশ্চিত করেন সেখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তবে ঠিকাদারের উচিত ছিল এই গরমে পুরুষ শ্রমিক নেওয়া।

Death

এদিকে বকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের ঢাকা মেইলকে বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের মাটির রাস্তা সংস্কারে মাটি কাটার কাজ করতে আসেন লুতফা বেগম সোমবার সকালে। এ সময় হঠাৎ অসুস্থতাবোধ করলে তিনি গাছের ছায়ার নিচে বসেন। কিছুক্ষণ পরে তিনি উল্টে পড়লে অন্য শ্রমিকরা তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুত নিতে না নিতে মারা যান তিনি। পরে তাকে আর হাসপাতালে না নিয়ে পরিবারের লোকজন লাশ নিয়ে যান।


বিজ্ঞাপন


জানতে চাইলে তিনি আরও বলেন, ওই মহিলা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। আজকে কাজ করতে আসে তার মৃত্যু হয়। সকালে তো তেমন তাপ ছিল না। মনে হয় তার বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ ঢাকা মেইলকে বলেন, এই গরমে কাজ করার সময় লুতফা বেগম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে অনেকে বলছেন তিনি আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাই আমরা মনে করছি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন