মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাছ ধরাকে কেন্দ্র করে ৫ দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৪১ এএম

শেয়ার করুন:

মাছ ধারাকে কেন্দ্র করে ৫ দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আবুল হাওলাদার (৪০) নামে এক যুবককে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রতিপক্ষদের বিরুদ্ধে। ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার মগড় ইউনিয়নের খাওখির গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগীর ছোট ভাই লিটন হাওলাদার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


বিজ্ঞাপন


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন— একই বাড়ির সোহেল হাওলাদার (২৫), ইউসুফ আলী হাওলাদার (৬০), মোবাক্কের হাওলাদার (৪৫), নাসির খান (৪৫), রুস্তুম খান (৫৫) ও শামিম খান (২৫)।

 


বিজ্ঞাপন


ভুক্তভোগীর ছোট ভাই লিটন হাওলাদার অভিযোগ করে বলেন, অভিযুক্তদের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ রয়েছে যা আদালতে মামলা চলমান রয়েছে। সোমবার দুপুরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আমার বড় ভাইকে মারধর করে তার পাঁচটি দাঁত ভেঙে দেয় প্রতিপক্ষরা। আমরা তাকে রক্ষা করতে গেলে আমাদেরকেও মারধর করে আহত করে।

এ বিষয়ে অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, আমাদেরকে তারা ইট মেরেছে, আমরাও তাদের ইট মেরেছি। হয়তোবা ওই ইট গিয়ে তাঁর গায়ে লাগতে পারে আমরা দেখিনি।

ওসি মুরাদ আলী বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর