বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মিরাজ মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় রাত ২টার দিকে থানা পুলিশ তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায়। সেখানের চিকিৎসক তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গুরুতর আহত মিরাজ মোল্লা ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন।
বিজ্ঞাপন
এ ঘটনায় সোমবার ভোর ৫টার দিকে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার অপর আসামিরা হচ্ছেন- কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মিরাজের অবস্থা আশঙ্কাজনক। তাকে কুপিয়ে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ব্যবহৃত পাইপ ও গরু জবাইয়ের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে মিরাজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস