শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নাঙ্গলকোটের বাবুল নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

loading/img

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাফেলো এলাকায় দুর্বৃত্তের গুলিতে কুমিল্লার নাঙ্গলকোটের ৭ সন্তানের জনক বাবুল (৫৫) নিহত হয়েছেন।

তিনি পৌরসভার হরিপুর উত্তরপাড়া গ্রামের মরহুম আব্দুল আজিজের অষ্টম সন্তান।


বিজ্ঞাপন


নিহতের বড় ভাই হাবিবুর রহমান (৮০) বলেন, শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় দুপুর দেড়টায় দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ছোট ভাই ও সিলেটের এক প্রবাসীকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়। বাবুল গত ১৯৯১ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

৩ বছর পর দেশে এসে পার্শ্ববর্তী দাউদপুর গ্রামে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রী হাবিবাকে (৪০) নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। প্রথম দিকে বাবুল হোটেলে চাকরি করতেন। এরপর হাউজিং ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি একাধিক বাড়ির মালিক হয়ে সেগুলো দেখাশোনা করেন।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে তার ভাইকে গুলি করে হত্যা করতে পারে।

৭ সন্তানের মধ্যে তার দেড় বছর বয়সী একটি মেয়ে সন্তানও রয়েছে। তার বড় ছেলে সিফাত সেখানে গাড়ি চালান। বাবুলের পুরো পরিবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়ে সেখানে বসবাস করছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন