মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ঢাকা

কুড়িগ্রামে যুবদলের সভাপতিসহ ৬ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম

শেয়ার করুন:

কুড়িগ্রামে যুবদলের সভাপতিসহ ৬ নেতা কারাগারে
কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির

কুড়িগ্রামে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলায় জামিন নিতে গেলে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) কুড়িগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক আলমগীর কবির শিপন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


আজ দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি বিপ্লব, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বুলেট, জেলা বিএনপির সদস্য জামিলকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বছরের নভেম্বরে কুড়িগ্রাম সদর থানায় ১৬ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা হয়। সেই মামলায় আজ সাতজন জামিন নিতে গেলে একজনকে জামিন দিয়ে ছয়জনকে কারাগারে পাঠানো হয়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যুবদল নেতা কফিলকে অব্যহতি

 

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর