বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

বৃষ্টির আশায় জয়পুরহাটে ইসতিসকার নামাজ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম

শেয়ার করুন:

বৃষ্টির আশায় জয়পুরহাটে ইসতিসকার নামাজ

তীব্র তাপদাহের কারণে প্রচণ্ড গরমে মানব ও প্রাণিকুলের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। তাপদাহ থেকে রক্ষা পেতে জয়পুরহাটে বৃষ্টির প্রত্যাশায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। এতে হাজারো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে প্রায় ঘণ্টাব্যাপী বিশেষ মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন


নামাজ ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা আবুল কালাম মোহাম্মদ শরিফ উদ্দিন।

তিনি জানান, কোরআন-হাদিসের আলোকে যতটুকু জানা গেছে, মানুষের সৃষ্ট কোনো পাপের কারণে মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টি না হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) সাহাবীদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। এজন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে তওবা করে ও ক্ষমা চেয়ে ২ রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

নামাজে অংশগ্রহণ করতে আসা স্থানীয় মুসল্লি সোহাগ হোসেন জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি গাছপালাসহ সবাই খুব কষ্টে আছেন। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন। সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর