রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পিএম

শেয়ার করুন:

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

গরম যেন কমছেই না সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। দাবদাহে জনজীবন অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে। ক্ষতির ঝুঁকিতে ধানসহ মাঠের অন্যান্য ফসল। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা। এমন অবস্থার মধ্যেই আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীমান্তবর্তী জেলাটিতে।

Chuadanga-2শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল তিনটায় এই জেলায় সর্বোচ্চ ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমান ছিল ১১ শতাংশ।


বিজ্ঞাপন


chuadanga-3চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল তিনটায় তাপমাত্রা বেড়ে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমান ছিল ১১ শতাংশ।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর