রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২২ এএম

শেয়ার করুন:

মাগুরায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের মৃত্যু

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. ইউনুছ আলী (৫৫) নামে একজন শিক্ষক মারা গেছেন।  তিনি উপজেলার দীঘা ইন্তাজ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পৌনে তিনটার দিকে উপজেলার বিনোদপুরের কালুকান্দি এলাকায় মাগুরা-মহম্মদপুর সড়কের মোটরসাইকেল চালিয়ে মহম্মদপুরে আসার সময় গরমে অসুস্থ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


ইউনুছ আলীর গ্রামের বাড়ি উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের দেউলী গ্রামের বাড়ি হলেও তিনি মহম্মদপুর সদরে থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মাগুরা-মহম্মদপুর সড়কের কালুকান্দি এলাকায় পৌঁছালে অসুস্থ হয়ে পড়ে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, প্রধান শিক্ষক ইউনুস আলী বাইক বাইক চালিয়ে ফিরছিলেন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে সড়কের উপরে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।

প্রতিনিধি/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর