মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

উপজেলা পরিষদ নির্বাচন

কাজিপুরে প্রচারণায় বাঁধা ও মারপিটের অভিযোগ

জেলা প্রতিনিধি, সিরাজঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

উপজেলা পরিষদ নির্বাচনে কাজিপুর উপজেলার চেয়ারম্যান পদে দুই প্রার্থীকে প্রচার-প্রচারনা বাঁধা, প্রার্থী ও কর্মী সমর্থককে মারপিট করার অভিযোগ ওঠেছে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে দুই চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আশরাফুল আলম যৌথ সংবাদ সম্মেলনে অপর প্রার্থী কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত তারা বক্তব্যে বলেন, চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী ও তার বাহিনী প্রতিটি ইউনিয়নে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। আমাদের কর্মী সমর্থক প্রচার-প্রচারনায় নামলেই তাদেরকে মারপিট করছে, পোস্টার ও লিফলেট কেড়ে নিচ্ছে ও ছিড়ে ফেলছে এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি প্রদান করছে। গত ২৪ এপ্রিল প্রচারনাকালে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে মারপিট করা হয়েছে। এ নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী থানায় চারটি জিডি করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। নির্বাচনের দিন খলিলুর রহমানের প্রতিটি বুথে দুজন ক্যাডার রাখবে। ভোটাররা চাপ বা টিপ দিয়ে ইভিএম ওপেন করে দিলে বুথের ভিতর খলিলের কর্মীরা ভোট দিয়ে নিবেন বলে প্রচারণা চালানো হচ্ছে। 


বিজ্ঞাপন


প্রতিনিয়ত হুমকি-ধামকির কারনে ভোট নিয়ে শঙ্কা প্রকাশ এই দুই চেয়ারম্যান প্রার্থী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কোন নির্দেশনাই খলিলুর রহমান মানছে না। প্রভাব বিস্তার করে মানুষের ভোটের অধিকার হরনের চেষ্টা করছে। এ অবস্থায় সুষ্ঠ ভোট ও ভোটের পরিবেশ তৈরী করতে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

যেকোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে, ডিসি-এসপিদের সিইসি

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও কাজিপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী অভিযোগ অস্বীকার করে বলেন, উনারা ভোট পাবে না বলে ভোট প্রার্থনার জন্য ভোটারদের কাছে না গিয়ে শুধু অভিযোগ করে যাচ্ছেন।  

প্রসঙ্গত, প্রথম ধাপে আগামী ৮ মে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন