রোববার, ৫ মে, ২০২৪, ঢাকা

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু ​

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু ​

অতিরিক্ত গরমে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ট্রাফিক পরিদর্শক রুহুল আমিনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর পৌণে একটার দিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডে মৃত্যুর এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রুহুল আমিন যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকার মো. কোরবান আলীর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর পৌণে একটার দিকে সানামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ট্রাফিক পরিদর্শক রুহুল আমিন দায়িত্ব পালনকালে অতিরিক্ত গরমে তার নিজ অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পরেন।

পরবর্তীতে তাকে দ্রত চিকিৎসার জন্য নিকটস্থ শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে  হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চরফ্যাশনে হিটস্ট্রোকে মোটরসাইকেল চালকের মৃত্যু

 

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর