রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

তীব্র গরমে শিশুরা ঝুঁকেছে আইসক্রিমে

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

তীব্র গরমে শিশুরা ঝুঁকেছে আইসক্রিমে

গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে চলেছে তাপমাত্রা। গত এক সপ্তাহ ধরে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছে মানুষসহ পশু-পাখি। চরাঞ্চলসহ চারদিকে যেন খা খা অবস্থা বিরাজ করছে। তীব্র এই গরমের তৃষ্ণা মেটাতে শিশুরা আইসক্রিম খেয়ে প্রাণ জুড়ানোর চেষ্টা করছে।

বুধবার (২৪ এপ্রিল) গাইবান্ধার নিভৃত গ্রামাঞ্চলে দেখা যায়, গরমের কারণে মানুষের হাঁসফাঁসের চিত্র। সেইসঙ্গে শিশুদের নিয়েও বিপাকে আছেন অভিভাবকরা। এসব শিশুদের স্বস্তি দিতে আইসক্রিমের দিকে ঝুঁকেছেন তারা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাজবাড়ীতে হিটস্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দিনের বেলায় প্রখর রোদের ঝলকানি। আর এই রোদে পুড়ছে কৃষকের মাঠসহ বাসাবাড়ি ও পথঘাট। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে মানুষের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাবে খেটে খাওয়া মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষেরা কোনো কাজেই মনোযোগী হতে পারছে না। অফিস-আদালতের কর্মজীবীদেরও ওষ্ঠাগত অবস্থা। তীব্র গরমে তারা ঠিকভাবে কাজকর্ম করতে পারছেন না।

নাজমুল হোসেন নামের এক ব্যক্তি বলেন, কাঁঠফাটা রোদ আর অসহনীয় গরমে শিশু সন্তানদের নিয়ে বেকায়দায় পড়েছি। তাদের নিরাপদে রাখতে আইসক্রিম খাওয়ানো-সহ গাছের ছায়ায় নেওয়া হচ্ছে।

গ্রামাঞ্চলে আসা ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতা আব্দুল কাশেম মিয়া জানান, প্রতি বছরে গরম পড়লে বাইসাইকেলে করে আইসক্রিম বিক্রি করেন। এ খাদ্যপণ্য শিশুসহ সব বয়সের মানুষের তৃষ্ণা নিবারণের উপযোগী। বৈশাখের তীব্র তাপে সম্প্রতি শিশুরা আইসক্রিম খাচ্ছে বেশি। এমনকি প্রাপ্তবয়স্করাও আইসক্রিম কিনছেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমান বলেন, তীব্র গরমে মানুষদের বেড়েছে রোগ-বালাই। অনেকের সর্দি, কাশি, জ্বর, মাথাব্যথা ও নানান রোগে আক্রান্ত হচ্ছেন। এ কারণে শিশুদের অস্বাস্থ্যকর আইসক্রিম খাওয়ানো থেকে বিরত রাখতে হবে।

গাইবান্ধা সদর হাসপাতাল সুপার ডা. মাহবুব হোসেন জানান, গরমে পানিস্বল্পতাসহ হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র দাবদাহে শিশু ও বৃদ্ধদের জরুরি কাজ ছাড়া বাইরে বের না হওয়া ভালো।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর